পানির নিচে বিশ্বের সবচেয়ে বড় রেস্টুরেন্ট
প্রকাশিত : ০১:৫৪ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার
প্রিয় মানুষটির সঙ্গে একটু বেড়াতে যাওয়া, গল্প করা বা একান্তে কিছু সময় কাটানোর জন্য যে জায়গাটি মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে সেটি হচ্ছে রেস্টুরেন্ট।
আগের তুলনায় রেস্টুরেন্টগুলোতে ভিড় বাড়ছে প্রেমিক যুগলদের। রেস্টুরেন্টের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই ক্রেতাদেরকে আকর্ষণ করার জন্য রেস্টুরেন্ট মালিকরা বিভিন্ন পন্থা অবলম্বন করছেন।
এর অংশ হিসেবে সম্প্রতি নরওয়েতে প্রায় সাড়ে ১৬ ফুট পানির নিচে তৈরি হচ্ছে রেস্টুরেন্ট। এটাকে ‘আন্ডার’নামে ডাকা হবে। এটির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।
বলা হচ্ছে পানির নিচে এটিই বিশ্বের সবচেয়ে বড় রেস্টুরেন্ট। এটিতে একসাথে ১০০ জন অতিথি বসতে পারবে। রেস্টুরেন্টটি ৫ হাজার ৩০০ স্কয়ার ফিট জায়গার ওপর নির্মিত হয়েছে।
এতে রয়েছে ৩টি ফ্লোর।রেস্টুরেট থেকে ৩৬ ফিট গভীর সমুদ্রতলের পরিবেশ উপভোগ করা যাবে। ইউরোপের প্রথম সমুদ্রতলের এই রেস্টুরেন্ট লম্বায় ১১০ ফুট।
অতিথিরা রেস্টুরেন্টে প্রবেশ করবেন কাঁচের তৈরি একটি রাস্তা দিয়ে।
২০১৯ সালের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই রেস্টুরেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: সিএনএন
এমএইচ/