ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

ভিটামিন ‘ডি’ সম্পূরক হাড়ের সুরক্ষা দেয় না: গবেষণা

প্রকাশিত : ০২:২৫ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার | আপডেট: ১০:৫৩ এএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

ভিটামিন ‘ডি’ এর সম্পূরক হিসেবে আমরা যে ভিটামিন ওষুধ খেয়ে থাকি তা হাড়ের সুরক্ষায় কোনো উপকারে আসে না। এজন্য ভিটামিন ‘ডি’ এর সম্পূরক এই ওষুধ না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

সম্প্রতি এক গবেষণায় এই দাবি করা হয়েছে। গবেষণাটি ‘ল্যানসেট ডায়াবেটিস ও এন্ডোক্রিনোলজি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষণার প্রধান নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসার ড. মার্ক জে বোলান্ড বলেন, আমরা গবেষণা করে দেখেছি যে, ভিটামিন ‘ডি’এর সম্পূরক হিসেবে যে সব ওষুধ খাওয়ানো হয় তা শরীরের জন্য তেমন কার্যকর নয়। এমনকি রোগ প্রতিরোধ করতেও এটি কার্যকর  নয়। 

গবেষণাটি ৫৩ হাজার লোকের মধ্যে চালানো হয়। তাদের প্রত্যেককে ভিটামিন ‘ডি’-এর সম্পূরক ওষধু খাওয়ানো হয়। কিন্তু খাওয়ানোর পরও তাদের হাড়ের স্বাস্থ্যের উন্নতি হয়নি।

তথ্যসূত্র: সিএনএন

এমএইচ/