নসিংদীতে সৌর বিদ্যুতের চড়া দাম(ভিডিও)
প্রকাশিত : ০২:৩০ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার
সৌর বিদ্যুতের দাম বেশি হওয়ায় বিপাকে নরসিংদীর রায়পুরার দুর্গম পাড়াতলীর মানুষ। প্রতি ইউনিটের দাম ৩০ টাকা। এতো দামে বিদ্যুৎ কেনার সামর্থ্য নেই অনেকেরই। তাই বেশিরভাগ ঘরই থাকছে অন্ধকারে। এ অবস্থায় পল্লী বিদ্যুতের আওতায় বিদ্যুত চায় পাড়াতলীবাসী।
নরসিংদীর পাড়াতলী গ্রাম। গ্রামে এসেছে সৌরবিদ্যুত। তাই অনেক ঘরেই জ্বলছে বাতি।
২০১৫ সালে বিশ্ব ব্যাংকের অর্থায়নে বেসরকারী সংস্থা ‘সৌরবাংলা’ এ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নেয়। তবে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৩০টাকা। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অনেককেই বেশি দামেই কিনতে হচ্ছে বিদ্যুত।
দাম বেশির কারণ হিসেবে উৎপাদন খরচের কথাই বলছে সৌরবাংলা কর্তৃপক্ষ।
দুর্গম এ চরাঞ্চলকে পল্লীবিদুতের আওতায় আনতে কর্তৃপক্ষের সুদৃষ্টি চেয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।
বেশি দামে সৌরবিদ্যুত নয়, পল্লীবিদ্যুতের আলোয় আলোকিত হতে চায় পাড়াতলীবাসী।