উন্নয়ন মেলা শেষ হচ্ছে আজ
প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৬ অক্টোবর ২০১৮ শনিবার
জাতীয় উন্নয়ন মেলা শেষ হচ্ছে আজ শনিবার রাত সাড়ে ৮টায়। এবার জাতীয় উন্নয়ন মেলার স্লোগান ছিল ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’। এর আগে বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে উন্নয়ন মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর শেরে বাংলা নগরের বাণিজ্য মেলা প্রাঙ্গণে ঢাকা জেলা প্রশাসন মেলার আয়োজন করে। মেলায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ সব শ্রেণীর মানুষেরা ভীড় জমিয়েছেন। মেলায় দেশের গরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে প্যাভিলিয়ন ও স্টল দেওয়া হয়েছে। যেখানে মন্ত্রণালয় ও অধিদপ্তরগুলোর উন্নয়ন কার্যক্রমের প্রদর্শন করা হচ্ছে। মেলায় পাসপোর্ট ও গাড়ির রেজিস্ট্রেশনের জন্যও প্রচুর ভীড়।
আজ শনিবার তিনদিন ব্যাপী এ মেলার শেষ দিন ঘুরে দেখা যায়, সরকারি বিভিন্ন দফতর তাদের সেবা দিচ্ছে। বিআরটিএ গাড়ির রেজিস্ট্রেশন প্রদান, ড্রাইভিং লাইলসেন্স নবায়ন সেবা, পাসপোর্ট অধিদফতর স্টলে পাসপোর্ট সংক্রান্ত সেবা। জনশক্তি কর্মসংস্থান ও উন্নয়ন ব্যুরো স্টরে বিদেশে যাওয়ার ক্ষেত্রে একদিনেই ফিঙ্গার প্রিন্ট। জেলা নির্বাচন কমিশন অফিস স্টলে ভোটার আইডির নম্বরসহ নানাবিধ পরামর্শ দেওয়া হচ্ছে। বিমান বাহিনীর স্টলে দেওয়া হচ্ছে বিনামূল্যে রক্ত পরীক্ষার সুযোগ।
এবার সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করতে মেলায় মোট ৩৩০টি স্টল রয়েছে। এর মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ২০টি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৬টি, কৃষি মন্ত্রণালয়ের ১৬টি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১০টি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের ৯টি স্টল রয়েছে।
আরকে//