ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস আজ

প্রকাশিত : ১১:১১ এএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ১১:১১ এএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার

দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস আজ। ২০০৬ সালের এই দিনে ফুলবাড়িতে কয়লা খনি প্রকল্প বাতিল ও এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে জনতার মিছিলে আইন-শৃংখলা বাহিনীর গুলিতে ৩ জন প্রাণ হারায়। আহত হয় অনেকে। পরে আন্দোলনকারীদের সাথে তৎকালীন সরকার ৬ দফা চুক্তি করলেও অদ্যাবদী তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ২০০৬ সালের ২৬শে আগস্ট। উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশী কোম্পানী এশিয়া এনার্জিকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল ফুলবাড়ী। বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির ফুলবাড়ি অফিস ঘেরাও করতে যায় তারা। বাধা দেয় পুলিশ ও বিডিআর। তাদের গুলিতে নিহত হন আলআমিন, সালেকীন ও তরিকুল। আহত হয় অনেকে। আন্দোলনের মুখে তৎকালীন সরকার ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়াসহ ৬ দফা চুক্তি করলেও ১০ বছরে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। এতে হতাশ স্থানীয় জনপ্রতিনিধি এবং তেল, গ্যাস, বন্দর ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির নেতারা। আবাদী জমি, ঘরবাড়ী আর পরিবেশ বিপন্ন করে কয়লাখনি চায় না ফুলবাড়ির সাধারণ মানুষ।