জাহাঙ্গীর সেতুর টোল আদায়ে ইজারা পায়নি(ভিডিও)
প্রকাশিত : ১০:৫৮ এএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার
চাঁপাইনবাবগঞ্জের বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুর টোল আদায়ে তিন মাসেও ইজারা দিতে পারেনি সড়ক ও জনপথ বিভাগ। বাধ্য হয়ে এখন নিজেদেরই টোল আদায় করতে হচ্ছে। আগে ইজারার মেয়াদ এক বছর থাকলেও এবার ৩ বছর করায় কেউই ইজারা নিতে আগ্রহ দেখাননি বলে জানিয়েছেন ইজারাদাররা।
নতুন অর্থবছরের তিনমাস পেরোলেও চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর টোল ইজারা দেয়া যায়নি।
এ নিয়ে বিপাকে পড়েছে সড়ক ও জনপথ বিভাগ। বাধ্য হয়ে নিজেদেরকেই টোল। ইজারাদাররা বলছেন, অন্য বছরগুলোতে এক বছরের জন্য ইজারা দেয়া হলেও এবার তিন বছর করা হয়। ইজারা মূল্য বৃদ্ধি পাওয়া অনেকেই আগ্রহী হচ্ছেন না বলে জানান তারা।
সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, পাঁচবার ইজারা বিজ্ঞপ্তি দেয়ার পরও কেউই অংশ নেয়নি।