ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

মাদার তেরেসার ১০৬ তম জন্মদিন আজ

প্রকাশিত : ১১:৩৬ এএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ১১:৩৬ এএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার

কেবল সেবা নয়, মানুষকে দাও তোমার হৃদয়। হৃদয়হীন সেবা নয়, তারা চায় তোমার অন্তরের স্পর্শ’ এমন বাণী বুকে ধারণ করে আমৃত্যু আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন মহিয়সী মাদার তেরেসা। মানবতার জয়গান গাইতে গাইতে অমর হয়ে আছেন সারাবিশ্বের মানুষের হৃদয়ে। সমাজের অবহেলিত, মাদার তেরেসা তাদেরই বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছেন। আজ সেই মহিয়সীর ১০৬ তম জন্মদিন। যদি তুমি মানুষকে ভালোবাসতে না পারো , তবে ঈশ্বরকে তুমি কিভাবে ভালোবাসবে? এই উক্তি দিয়েই বোঝা যায় মানুষের মাঝে তিনি খুঁজে নিয়েছিলেন ঈশ্বরকে, তার কাছে ছিল না কোনো জাতি-ধর্মের ভেদাভেদ, মানবসেবাকেই ধর্ম হিসেবে নিয়েছিলেন মাদার তেরেসা। মাদার তেরেসার আসল নাম আগনেস গঞ্জা বয়াজু। মেসিডোনিয়ার স্কোপি শহরে ১৯১০ সালের ২৬ আগস্ট একটি ক্যাথলিক পরিবারে জন্ম মাদার তেরেসার। ১৯১৯ সালে মাত্র ৯ বছর বয়সে মাদার তেরেসা পিতৃহারা হন। পিতার মৃত্যুর পর মা তাকে রোমান ক্যাথলিক আদর্শে লালন-পালন করেন। ১৯৩১ সালের ২৪মে আনুষ্ঠানিকভাবে সন্ন্যাসি হিসাবে শপথ নেন তিনি। লরেটো কনভেন্ট স্কুলে শুরু হলো তার শিক্ষিকা জীবন। মাত্র ১২ জন সদস্য নিয়ে ১৯৫০ সালের ৭ অক্টোবর প্রতিষ্ঠা করেন ‘মিশনারিজ অব চ্যারিট’। বর্তমানে যা ছড়িয়ে গেছে পৃথিবীব্যাপী। দুস্থ মানবতার সেবায় স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কলকাতার মাদার হাউসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহাত্মা নারী।