বিচারপতি নিয়োগে ট্রাম্পের জয়
প্রকাশিত : ১১:৩৮ এএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ১১:৫৪ এএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত প্রার্থী ব্রেট কাভানাই নির্বাচিত হয়েছেন।
শনিবার সিনেটরদের ভোটে যৌন হয়রানির অভিযোগের দেয়াল পেরিয়ে কাভানা সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে নির্বাচিত হন। একই দিন তিনি শপথ গ্রহণ করেন।
সিনেটরদের ৫০ জনের মধ্যে ৪৮ জনের ভোটে কাভানা সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচিত হন।
এর আগে কাভানার বিরুদ্ধে উঠা যৌন কেলেঙ্কারির বিষয়টি তিনি অস্বীকার করেন। পরে এফবিআই এ বিষয়ে তদন্ত করে। তদন্তের পর তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তাই তিনি এ নিয়োগ পান।
তবে তার বিরোধীরা বলছে কাভানার বিরুদ্ধে যে তদন্ত করা হয়েছে তা পর্যাপ্ত নয়।
এদিকে নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের মনোনিত প্রার্থীর এ জয় তার হাতকে আরো শক্তিশালী করবে বলে জানানো হয়েচে।
এর আগে কাভানার বিরুদ্ধে ভিক্ষোভ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তিনশাতাধিক গ্রেফতার হন।
সূত্র: বিবিসি
এমএইচ/