ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

ধানমন্ডি আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান শুরু

প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:২৭ পিএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার

ধানমন্ডি আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান শুরু করেছে, রাজউক। সর্বোচ্চ আদালতের রায় মেনে, অভিজাত এই এলাকার আড়াইশ’র বেশি ছোটবড় বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সরে যেতে হবে। এতে, ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়ার শংকায় এসব প্রতিষ্ঠানের সাথে জড়িত কয়েক হাজার মানুষের। তবে, আদালতের রায় বাস্তবায়নে, সঠিক কর্মপদ্ধতি নির্ধারণ করেই পদক্ষেপ নেয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। অবসরে একটু সময় কাঁটানো কিংবা হালকা খাবার খেতে, ছোট্ট এই ক্যাফেতে আসেন, ধানমন্ডির এই এলাকার বাসিন্দারা। এখন, গুটিয়ে ফেলতে হবে এর কার্যক্রম। একই অবস্থা, রাজউকের তালিকায় থাকা, ধানমন্ডির বিভিন্ন কমিউনিটি সেন্টার, রেস্তোরা, গেস্ট হাউজ, মুদি দোকানসহ আড়াই শ’ এর অধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের। আবার, সামাজিক কাঠামোতে গুরুত্ব থাকলেও সরতে হচ্ছে অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠানকেও। ধানমন্ডি আবাসিক এলাকায়, ট্রেড লাইসেন্স ইস্যু করা আছে প্রায় তিন হাজার। যদিও, এগুলো আর, নবায়ন করা হবে না বলে, সিদ্ধান্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। এ পরিস্থিতিতে বিনিয়োগ ও ব্যাংক ঋণে চাপে, বড় ধরনের আর্থিক লোকসানের আশংকা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়িরা। ব্যবসা স্থানান্তরের সুবিধা জনক স্থানে জমি পাওয়াটাও চ্যালেঞ্জ বিনিয়োগকারীদের। আর, কর্মহীন হয়ে পড়ার শংকায় এসব প্রতিষ্ঠানের কর্মকতা-কর্মচারীসহ জড়িত কয়েক হাজার মানুষ, । আদালতের রায় বাস্তবায়নে, বাস্তবতা নিরিখে পদক্ষেপ নেবে রাজউক- এমনটাই মত নগর পরিকল্পনাবিদদের। ধানমন্ডির এই প্রক্রিয়া যাতে, রাজধানীর অন্যান্য আবাসিক এলাকার জন্য অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে দাঁড় করানো যায়- এমনটাই প্রত্যাশা নগরবাসীর।