১০৬ বছরের চির তরুণ ডাক্তার!
প্রকাশিত : ০৩:২০ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার
ইংল্যান্ডের একজন ডাক্তার ১০৬ বছর বয়সেও চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। এজন্য ডা. এ. উইলিয়াম ফ্র্যাংকল্যান্ড নামের ওই ডাক্তারকে চির তরুণ ডাক্তার হিসেবে উল্লেখ করা হয়।
তিনি ১৯১২ সালে জন্ম গ্রহণ করেছেন। ১৯৩০ সালে তিনি মেডিকেল স্কুলে পড়াশুণা শুরু করেন। পরে তাকে তিন বছরের জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়।
সিঙ্গাপর থেকে পুনরায় তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। এরপর পেনিসিলিনের আবিস্কারক আলেক্সজেন্ডার ফ্লেমিং-এর অধীনে পড়াশুণা করেন।
এরপর তিনি এলার্জি বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। পরে ১৯৫০ সালে লন্ডনে তার নামে একটি এলার্জি হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়।
এ দীর্ঘ সময় ধরে মানব সেবা করে আসা উইলিয়াম ফ্র্যাংকল্যান্ডকে প্রশ্ন করা হয়েছিল যে, আপনি কিভাবে এখনো মানব সেবা করে আসছেন? অথবা কিভাবে আপনি এত দীর্ঘ জীবন লাভ করলেন?
এ প্রশ্নের উত্তরে ফ্র্যাংকল্যান্ড বলেন, আমি মনে করি এটা আমার ভাগ্য। বিধাতা আমাকে সুযোগ দেওয়ার কারণেই আমার পক্ষে তা সম্ভব হয়েছে। আর অন্য কিছুই নয়।
তথ্যসূত্র: সিএনএন
এমএইচ/