দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় ইপসা’র মতবিনিময় অনুষ্ঠিত
প্রকাশিত : ০৪:৪৯ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার
বেসরকারী উন্নয়ন সংস্থা-ইয়ং পাওয়ার ইন স্যোসাল এ্যাকশন ইপসা’র প্রয়াস ফেইজ-২ প্রকল্পের আওতায় বিশেষত দুর্যোগ পরিস্থিতি ও দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য কার্যক্রম সংক্রান্ত অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ‘কে বি আব্দুস ছত্তার’ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। চসিক’র প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুদ্দোহার সভাপতিত্ব করেন।
সানজিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিকিৎসক ও সংগঠক প্রফেসর ডাঃ এ কিউ এম সিরাজুল ইসলাম, ইপসা’র প্রধান নির্বাহী আরিফুর রহমান, ‘সেভ দ্যা চিলড্রেন’ এর পরিচালক গ্রাণ্ড মাষ্টার রিফাত বিন সাত্তার, কাউন্সিলর গিয়াস উদ্দিন, আবুল হাসেম,নাজমুল হক ডিউক, মোবারক আলী, ইয়াছিন চৌধুরী আছু,তারেক সোলেমান সেলিম, আব্দুল কাদের, জেসমিন পারভীন জেসি, মনোয়ারা বেগম মনি, ফারজানা পারভীন,আবিদা আজাদ ইপসা’র পরিচালক মাহবুবুর রহমান প্রমুখ।
চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, অপরিকল্পিত নগরায়নের প্রেক্ষিতে যে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় তা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তথাপি জলাবদ্ধতা নিরসন, ভূমিধসে মৃত্যু ঠেকাতে ইতোমধ্যে অনেকগুলো কাজ সম্পন্ন হয়েছে,বর্তমানে নগরে বিশাল অর্থায়নে ব্যাপকহারে উন্নয়ন কাজ চলছে যা অচিরেই আপনারা এর সুফল দেখতে পাবেন।
মেয়র প্রত্যাশা ব্যক্ত করেন ইপসা’র এই কার্যক্রম প্রতিটি প্রতিটি ওয়ার্ডে বাস্তবায়িত হবে এ ব্যপারে তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথিরা ইপসা তথা প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করে বাস্তবায়নে বিভিন্ন ধরনের পরামর্শ দেন।
কেআই/