ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ০৫:১২ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ১২:১৩ এএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ ও ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে আবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জাবি শাখা।

আজ রোববার দুপুর ১২টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয় অন্দোলনকারীরা। এ সময় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে শ্লোগান দিতে দিয়ে রাজপথ মুখরিত করে তোলে।

পরে দুপুর ৩ টার দিকে মহাসড়কের একপাশের রাস্তা ছেড়ে দেয় আন্দোলনকারীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাস্তার একপাশ অবরোধ করে আন্দোলন করছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা।

শিক্ষার্থীদের অবরোধের মুখে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। অবরোধের ফলে তীব্র জানজটের সৃষ্টি হয়। রাস্তার দু’পাশে শত শত গাড়ি আটকা পরেছে। সাভার থেকে নবীনগর এলাকা পর্যন্ত দীর্ঘ যানযটের সৃষ্টি হয়েছে। ভোগান্তীতে পড়ছে হাজার হাজার যাত্রী।

অবরোধ বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জাবি শাখার আহবায়ক শিহাব উদ্দিন বলেন, ‘আমরা আমাদের অধিকার চাই।কোটা বহালসহ, ১৯৭১ এর মুক্তিযুদ্ধ বিরোধীদেরও চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়াও তাদের মধ্যে যারা সরকারি চাকরীতে কর্মরত আছে তাদেরকে বরখাস্ত করতে হবে।’

এর আগে গত বৃহস্পতিবার রাত আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত অবরোধ করে রাখে তারা।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সরকারি কমিটির সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে করে সরকারি চাকরিতে ৯ম গ্রেড থেকে ১৩ তম গ্রেড পর্যন্ত আর কোন কোটা থাকবে না, নিয়োগ হবে মেধার ভিত্তিতে।

কেআই/