ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

বিএনপি ৯০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছিল: হানিফ  

প্রকাশিত : ১১:০৬ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বিএনপি আওয়ামী লীগের ৯০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়ে ছিল। ২০০৩ সালে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে তারা এমন কাজ করেছিল। অথচ গত ১০ বছরেও বিএনপির ৯০ হাজার নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে এমন কোনো নজির নেই।    

রোববার বেলা সাড়ে ১১টায় শহরের সৈয়দ মাছ-উদ রুমী কলেজ মাঠ প্রাঙ্গনে অভিভাবক ও সুধি সমাবেশ যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ডের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তাদের এসব কর্মকাণ্ডের জন্য কী মামলা বা তাদের বিচার হবে না?

হানিফ বলেন, আপরাধ করলে আইনের আওতায় তার বিচার হবে এটাই স্বাভাবিক। বিএনপি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে তারা আইন নিয়ে কথা বলতেই পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশে আইন সবার জন্য সমান। অপরাধ যেই করুক সে যত বড় নেতাই হোক তাকে আইনের আওতায় আনতেই হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ অভিভাবক ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

এসি