সাতকানিয়ার দেওদীঘি কে.এম. উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি উদযাপন
প্রকাশিত : ১১:৫৩ পিএম, ৭ অক্টোবর ২০১৮ রবিবার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দেওদীঘি কে.এম. উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দেওদীঘি কে.এম. উচ্চ বিদ্যালয়ের ৬৪ বছর পূর্তি উদযাপন ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠান মালার সমাপনী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন,‘বাংলাদেশ এখন মজবুত ভিতের উপর দাঁড়িয়ে আছে। আমরা এখন উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশের অভিযাত্রায় রয়েছি। সাফল্য বয়ে আনতে নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করে যেতে। ঐক্যবদ্ধভাবে কাজ করে এই অগ্রযাত্রা ধরে রাখতে হবে। যাতে পরবর্তী প্রজন্মকেও আরও সমৃদ্ধ ভবিষ্যত উপহার দিতে পারি। প্রধানমন্ত্রীর গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য অধ্যাপক ড.আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দীন নদভী।
সভাপতিত্ব করেন দেওদীঘি কে.এম. উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম সেলিম চৌধুরী।
কেআই/ এসএইচ/