ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

নিখোঁজ সাংবাদিককে নিয়ে যা বললেন এরদোগান

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সৌদি আরবের কঠোর সমালোচক সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়ার বিষয়টি তুরস্ক মনিটরিং করছে বলে জানিয়েছেন।

গতকাল রোববার সাংবাদিক নিখোঁজের ঘটনায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। 

খুব দ্রুতই ঘটনার বিস্তারিত জানা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, সংশ্লিষ্ট বিভাগ সব সিসি ক্যামেরা পরীক্ষা করছে। বিমানবন্দরে যাতায়াতের সব ডকুমেন্ট পরীক্ষা করা হচ্ছে। কিন্তু তদন্তকারীদের রিপোর্টের জন্য তুরস্ক অপেক্ষা করছে।

গত মঙ্গলবার সাংবাদিক জামাল খাশোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর থেকে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার পর সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার ব্যাখ্যা চেয়েছিল তুরস্ক।

কিন্তু খাশোগির নিখোঁজের বিষয়ে কনস্যুলেট কিছুই জানে না বলে জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

এদিকে তুর্কি পুলিশ প্রাথমিক তদন্ত শেষে বলেছে, খাশোগি ইস্তানবুলস্থ সৌদি কনস্যুলেটেই নিহত হয়েছেন। তাকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

 

সূত্র: রয়টার্স

 

এমএইচ/