শাহবাজ গ্রেফতার, রাজনীতিতে সক্রিয় হচ্ছেন নওয়াজ
প্রকাশিত : ০১:৪৩ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার
পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। ছোট ভাই শাহবাজের গ্রেফতারের পরিপ্রেক্ষিতের দলের হাল ধরতে হচ্ছে কিছুদিন আগে মুক্তি পাওয়া সাবেক এ প্রধানমন্ত্রীকে।
আজ স্থানীয় সময় সোমবার লাহোরে দলটির সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির (সিইসি) একটি জরুরি সভায় উপস্থিত থাকার মাধ্যমে তিনি তার রাজনৈতিক কর্মকান্ড শুরু করবেন।
প্রায় তিন সপ্তাহ আগে জেল থেকে ছাড়া পাওয়ার পর এটিই অচ্ছে নওয়াজ শরীফের অনুষ্ঠানিক রাজনৈতিক কর্মকান্ড।
চার মাসের মধ্যে প্রায় দুই মাস তিনি পাকিস্তানের রাওয়াল পিন্ডির আডিয়ালা জেলে ছিলেন। সেখানে তিনি তার মেয়ে মারিয়াম নওয়াজ এবং জামাতা মোহাম্মদ সাফদারের সঙ্গে ছিলেন।
তখন থেকে তিনি রাজনৈতিক কর্মকান্ডসহ মিডিয়া থেকে দূরে ছিলেন। এরমধ্যে তার স্ত্রী গত সেপ্টেম্বরে মারা যান। ওই সময় নওয়াজ তার স্ত্রীরজানাযায় অংশ গ্রহণ করার জন্য পেরলে মুক্তি পান।
পরে গত ১৯ সেপ্টেম্বর নওয়াজ শরীফকে মুক্তি দেওয়া হয়। মুক্তি দেওয়ার পর এটিই হচ্ছে নওয়াজের প্রথম দলীয় বৈঠক।
পিএমএল-এনের এ বৈঠকে তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকান্ড নিয়ে আলোচনা করা হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
সূত্র: ডন
এমএইচ/