ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সন্ত্রাসী ও জঙ্গিদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধের আহ্বান

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:১৮ পিএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার

সন্ত্রাসী ও জঙ্গিদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধের আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র ও জেলা প্রশাসক। শুক্রবার সকালে জঙ্গিবাদ বিরোধী এক অনুষ্ঠানে তারা বলেন, জঙ্গিবাদ দেশের অগ্রযাত্রা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। জঙ্গিবাদী কর্মকাণ্ড রুখতে তরুণ সমাজসহ সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। জঙ্গিবাদের বিরুদ্ধে গণজাগরণ ও গণসচেতনতা তৈরি করতে ছয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ’ উপলক্ষে শুক্রবার সকালে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে সাইকেল র‌্যালি উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এতে অংশ নেয় নগরীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় দুইশ’ শিক্ষার্থী ও সাইক্লিস্ট। তাদের সবার কণ্ঠে ছিল জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করে সুন্দর দেশ গড়ার প্রত্যয়। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, ধর্মকে কাজে লাগিয়ে একটা গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে তরুণদের বিপথগামী করছে। অন্যদিকে, জঙ্গিবাদ রোধে একাত্তরের চেতনা নিয়ে দলমত নির্বিশেষে নগরবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই কর্মসূচিতে থাকবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, জঙ্গিবিরোধী শ্লোগান লিখন, বিশিষ্টজনদের সাথে গোলটেবিল বৈঠক, মতবিনিময়সহ নানান আয়োজন। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।