ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাসের কাজ

প্রকাশিত : ০৫:১০ পিএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:১০ পিএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার

চার দফা দাবিতে ৪র্থ দিনের মতো চলছে নৌ-যান ধর্মঘট। এ’কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে পণ্য খালাসের কাজ। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অপেক্ষায় থাকা জাহাজগুলো থেকে পণ্য খালাস করা সম্ভব হচ্ছে না। পণ্য বোঝাই কয়েকশ লাইটারেজ জাহাজ কর্ণফুলীর ১৬টি ঘাটসহ দেশের বিভিন্ন ঘাটে আটকা পড়ে আছে। প্রায় ৭১টি মাদার ভ্যাসেল পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে।  দাবি বাস্তবায়ন না হলে এই কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে চট্টগ্রাম নৌ-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।