ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

ব্রান্ড কোম্পানির মোড়কে ভেজাল জুসে সয়লাভ বাজার [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭ পিএম, ৮ অক্টোবর ২০১৮ সোমবার

রাজধানীর আশপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে বিভিন্ন নকল পণ্যের কারখানা। নামীদামী কোম্পানির মোড়কে সরবরাহ করা হচ্ছে নকল ম্যাঙ্গো জুস, অরেঞ্জ জুস, আইসক্রিম, ডেইরি মিল্ক চকলেট, লিচির মতো শিশু খাদ্য।

প্যাকেট দেখে বুঝার উপায় নেই এ’সব পণ্য নকল। বিশেষজ্ঞরা বলছেন, এ’সব ভেজাল খাবার খেলে পেট জ্বালাপোড়াসহ, কিডনির রোগ হতে পারে শিশুদের।

রাজধানীর চিটাগাং রোডের পাশে পাঁচতলা একটি ভবন। যার উপরে বড় সাইনবোর্ডে লেখা- প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়। আর এই সাইনবোর্ডের আড়ালে চালানো হচ্ছে ভেজাল পণ্য তৈরির কারখানা।

যেখানে তৈরি হচ্ছে ম্যাঙ্গো- অরেঞ্জ জুস, আইস ললি, লিচি এমনকি ডেইরি মিল্ক চকলেটসহ প্রায় ১০ ধরণের পণ্য।

কারাখানায় নেই রাসায়নিক ল্যাব। কেমিস্ট ছাড়াই ওই সব খাদ্যপণ্যে ইচ্ছা মতো মেশানো হয় রাসায়নিক। নোংরা পরিবেশে কাপড়ের রংয়ের সাথে আম আর কমলার ফ্লেভার দিয়ে বানানো হয় জুস। পরে বিভিন্ন নামীদামী কোম্পানির মোড়কে বাজারজাত করা হয় সেগুলো।

বেশি লাভের আশায় সস তৈরি করা হয় টমেটোর পরিবর্তে জেনথাম গাম দিয়ে।

পুষ্টিবিদরা বলছেন, এইসব ভেজাল পণ্য খেলে পেটের পীড়াসহ কিডনি রোগে আক্রান্ত হতে পারে মানুষ।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, বার বার অভিযান চালানোর পরও বন্ধ হচ্ছে না এই সব ভেজাল কারখানা। তবে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভিডিও:https://www.youtube.com/watch?v=I4X2GuK4KYo