ক্যানসার থেকে বাঁচতে খান আঙুর
প্রকাশিত : ১০:০৩ এএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৫১ এএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
ফুসফুস ক্যানসারের হাত থেকে বাঁচাতে পারে আঙুরের স্কিন, দানা ও রেড ওয়াইন৷ এমনই জানাচ্ছেন গবেষকরা৷ প্রত্যেক বছরই বহু মানুষ মারণ রোগটির কবলে পড়ে প্রাণ হারান৷ যার মধ্যে ৮০ শতাংশ স্মোকিংয়ের সঙ্গে সম্পর্কযুক্ত৷
যুব সম্প্রদায়ের মধ্যে ধূমপানের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে৷ শুধু তাই নয়, নেশার কবলে পড়ে বহু মানুষ প্রাণ হারালেও মানুষের মধ্যে সচেতনতা বাড়েনি৷ বিভিন্ন টিভি চ্যানেল, সিমেনার বিরতিতে ধূমপান নিয়ে সর্তকতা দেখা গেছে৷ অন্য একটি গবেষণার তথ্য জানাচ্ছে, বেশিরভাগ কলেজ পড়ুয়ারাই আবার একাধিক নেশায় আসক্ত৷ যার মধ্যে গাঁজা, সিগারেট অন্যতম৷
ফুসফুস ক্যানসারের বিষয়টি নিয়ে ইঁদুরের উপর পরীক্ষা চলানো হয়৷ এক গবেষক জানাচ্ছেন, পরীক্ষিত প্রত্যেকটি ইঁদুরের মধ্যে টিউমারের ৪৫ শতাংশ প্রবণতা কমেছে৷ পরীক্ষার বাইরে থাকা ইঁদুরগুলির মধ্যে কিন্তু কোনোরকম উন্নতি দেখা যায়নি৷ ইঁদুরগুলোকে মোট চারটি গ্রুপে ভাগ করে গবেষকরা ২৬ সপ্তাহ ধরে পরীক্ষা চালান৷ যেখান থেকেই সামনে আসে তথ্যটি৷ একই পদ্ধতি মানবদেহের জন্যও প্রযোজ্য বলে জানিয়েছেন গবেষকরা৷
সূত্র: কলকাতা ২৪x৭
একে//