ফারাক্কা বাধের সবগুলো গেট খুলে দেয়ায় বাড়ছে পদ্মার পানি
প্রকাশিত : ০৭:২৫ পিএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:২৮ পিএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার
বিহারে বন্যার কারণে ভারতের ফারাক্কা বাধের সবগুলো গেট খুলে দেয়ায় বাড়ছে পদ্মার পানি। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, এভাবে পানি বাড়লে শিগগিরই বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হবে। বিপদজনক গতিতে পানি বাড়ায় আতঙ্কে রয়েছেন পদ্মা পাড়ের মানুষ। এরইমধ্যে কুষ্টিয়ায় প্লাবিত হয়েছে অন্তত ৩০টি গ্রাম।
আবারও বাড়ছে পদ্মার পানি। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। নতুন করে দেখা দিয়েছে নদী ভাঙন। পানি কমতে শুরু করার পর আবারও অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় আতঙ্কে রয়েছেন পদ্মা পাড়ের মানুষ।
পানি বাড়ার সাথে বেড়েছে স্রোতের তীব্রতা। এতে হুমকির মুখে রাজশাহী মহানগরীর কয়েকটি এলাকার পদ্মার তীর রক্ষা প্রকল্প। এরই মধ্যে কয়েকটি স্থান দেবে যাওয়ায় বালির বস্তা ফেলে মাটি ধরে রাখার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।
ভারতের বিহার রাজ্যে বন্যার কারণে ফারাক্কার গেট খুলে দেয়ায় পদ্মায় প্রতিদিন ১২ থেকে ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে শিগগিরই পানি প্রবাহ বিপদসীমা অতিক্রম করবে বলেও জানানো হয়েছে।
এদিকে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরে প্লাবিত হয়েছে ৩০টি গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছে কমপক্ষে ৫০ হাজার মানুষ।
শরীয়তপুরের জাজিরার কুন্ডেচর ও খেজুরতলা বাজার এলাকায় আবারও পদ্মার তীব্র ভাঙন দেখা দিয়েছে। শুক্রবার একটি মসজিদসহ শতাধিক ঘরবাড়ি ও মাওয়া-সুরেশ্বর বেড়িবাঁধের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।