ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দৃঢ় হবে ক্রিকেটীয় সম্পর্ক
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার | আপডেট: ০৭:২৬ পিএম, ২৬ আগস্ট ২০১৬ শুক্রবার
ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ সফরে ইংলিশ সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানান তিনি। ইংল্যান্ডের সফরে আসার সিদ্বান্ত জানানোর পর, বিকেলে নিজ বাসায় এ হোম সিরিজ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিবি প্রধান।
দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা ছিল গেলো কিছুদিন। এমন অবস্থায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষনে আসে ইসিবি’র প্রতিনিধি দল।
অবশেষে বৃহস্পতিবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোডের্র এক টুইট বার্তায় বাংলাদেশ সফরের সবুজ সংকেত মেলে। নির্ধারিত সময় ৩০ সেপ্টেম্বরই ইংলিশরা ঢাকায় আসবে বলে জানানো হয় টুইট বার্তায়। ইসিবির এ ঘোষণায় স্বস্তি ফিরেছে ক্রিকেটাঙ্গনে।
ইংলিশদের বাংলাদেশ সফরে নিরাপত্তার বিষয়কেই সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে বলে জানান বিসিবি প্রধান।
তিন ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলতে ৩০ সেপ্টেম্বর ঢাকায় পৌছার কথা রয়েছে ইংল্যান্ড দলের।