ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

জঙ্গিবাদ রুখতে কাজী নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করতে সবার প্রতি আহ্বান

প্রকাশিত : ০৩:৩৭ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার

জঙ্গিবাদ রুখতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা ধারণ করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর এ’কথা বলেন তারা। একইসঙ্গে নজরুলের গ্রন্থগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ারও আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রাসেল খানের রিপোর্ট। ইচ্ছা অনুয়ায়ি মসজিদের পাশেই চিরতরে ঘুমিয়ে আছেন প্রেম, দ্রোহ আর সাম্যের কবি কাজী নজরুল ইসলাম। সকালে তাঁর ৪০তম প্রয়ান দিবস উপলক্ষে সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। শ্রদ্ধা আর ভালোবাসায় কবির স্মৃতিকে স্মরন করে তাঁর সৃষ্টিকে সবার মাঝে ছড়িয়ে দিতে আরও উদ্যেগী হওয়ার আহ্বান জানিয়েছেন তাঁর স্বজনেরা। জাতীয় কবির জীবদ্দশার বিভিন্ন স্মৃতিচারণ করেন বিশিষ্টজনেরা। নজরুলের অসাম্প্রদায়িত চেতনা সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তারা। কবির চিরপ্রস্থান হলেও তিনি মিশে আছেন, থাকবেন বাংলার মানুষের চেতনায় আর সংস্কৃতিতে।