ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৫ ১৪৩১

প্রথম ইনিংসে ২৮২ রানে এগিয়ে পাকিস্তান

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৭:৫৯ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

দুবাই টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ হাফিজ (১২৬) এবং হারিস সোহেলের (১১০) জোড়া সেঞ্চুরি আর আসাদ শফিক (৮০) ও ইমাম-উল হকের (৭৬) ফিফটিতে ভর করে ৪৮২ রানের পাহাড় গড়েছে পাকিস্তান। আর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছে ২০২ রান। আর দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের পথে। ফলে সব মিলে চাপে রয়েছে অস্ট্রেলিয়া।

পাকিস্তান প্রথম ইনিংসে ২৮২ রানের লিড নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৩ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করেছে। এখন পর্যন্ত পাকিস্তানের লিড ৩২৭ রানের।

পাকিস্তান ১ম ইনিংস: ৪৮২/১০ (হাফিজ ১২৬, হারিস ১১০, আসাদ ৮০, ইমাম-উল ৭৬; পিটার সিডল ৩/৫৮, নাথান লায়ন ২/১১৪)। এবং দ্বিতীয় ইনিংস: ৪০/২ ( ইমাম ২২*, হাফিজ ১৭)।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২০২/১০ (উসমান ৮৫, ফিঞ্চ ৬২; বিলাল ৬/৩৬, আব্বাস ৪/২৯)।

এসএইচ/