ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

জবির নতুন ক্যাম্পাস স্থাপনে ১৯২১ কোটি টাকার প্রকল্পের অনুমোদন

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:৪৮ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পে জন্য এক হাজার ৯২০ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার টাকার প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক-এর ১৪৬তম সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রকল্পের জন্য এই অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে প্রকল্প নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সরকার ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের পশ্চিমদি মৌজায় প্রায় ২০০ একর ভূমির ওপর নতুন ক্যাম্পাস নির্মানের সিদ্ধান্ত গ্রহণ করে।

এ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। গত ৩ অক্টোবর ভূমি মন্ত্রনালয়ের কাছে এ জায়গার চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। আজকে এ প্রকল্পটি শুরু করার জন্য অর্থ বরাদ্দ পাওয়া গেল।

কেআই/ এসএইচ/