নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে তিন জঙ্গি নিহত
প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৪৫ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার
নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীও রয়েছে। হিট স্ট্রং নামে পরিচালিত এই অপারেশন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পালিয়ে থাকা অন্য জঙ্গিদেরও ধরা হবে।
ওষুধ ব্যবসায়ীর পরিচয়ে নারায়ণগঞ্জের পাইকপাড়া বড় কবরস্থান এলাকায় নুরুদ্দিন দেওয়ানের এই বাড়ি ভাড়া নেয় জঙ্গিরা। এমন তথ্যের ভিত্তিতে ভোররাতে বাড়ির চারপাশে অবস্থান নেয় ঢাকা থেকে যাওয়া কাউন্টার টেরোরিজম ও সোয়াতের টিম এবং গোয়েন্দাসহ স্থানীয় পুলিশ।
জঙ্গিদের আত্মসমর্পণের নির্দেশ দিলে, তারা উল্টো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর গ্রেনেড নিক্ষেপ করে। পাল্টা গুলি চালান আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হিট স্ট্রং নামে পরিচালিত ওই অপারেশন শেষে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীসহ ৩ জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থলে যান পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক। তিনি বলেন, তামিম চৌধুরীকে গ্রেফতার করতে পারলে নব্য জেএমবি সম্পর্কে আরো ধারণা পাওয়া যেত।
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পালিয়ে থাকা জঙ্গিদের ধরতে অভিযান চলছে।
জঙ্গিদের আস্তানা থেকে একটি একে ২২ রাইফেল, একটি পিস্তল ও তিনটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে।