আফগানিস্তানে বোমায় ৬ রাজনীতিবিদসহ নিহত ৮
প্রকাশিত : ১১:০১ এএম, ১০ অক্টোবর ২০১৮ বুধবার
আফগানিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় ৬ রাজনীতিবিদসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় বেলা আড়াইটায় হেলমান্দ প্রদেশের আচাকজাই’র নির্বাচনী অফিসে এ হামলা চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন।
নিহত ৬ রাজনীতিবিদের মধ্যে একজন সালেম মোহাম্মাদ আচাকজাই। তিনি আসন্ন পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী।
হেলমান্দের প্রাদেশিক সরকারের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, মঙ্গলবার স্থানীয় সময় বেলা আড়াইটায় আচাকজাই’র নির্বাচনি অফিসে হামলা চালানো হয়।
স্থানীয় তরুণ ব্যবসায়ী আচাকজাই দেশে ‘ইতিবাচক পরিবর্তনের’ স্লোগান দিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তার হত্যাকাণ্ডের মধ্যদিয়ে আফগানিস্তানের আসন্ন নির্বাচনের আগে নিহত প্রার্থীর সংখ্যা দাঁড়াল ছয় জনে।
অন্তত আড়াই হাজার প্রার্থী এবারের পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) এবং তালেবান আগামী ২০ অক্টোবর অনুষ্ঠেয় এ নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছে। তবে গতকালের এ বোমা হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। প্রেসিডেন্ট আশরাফ গনি এ হামলার জন্য ‘জঙ্গিদের’ দায়ী করেছেন।
সূত্র: পার্সটুডে
এমএইচ/