ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জামালপুরের বিনোদন কেন্দ্র লুইজ ভিলেজ রিসোর্ট

প্রকাশিত : ১১:৩০ এএম, ১০ অক্টোবর ২০১৮ বুধবার

জামালপুরে বিনোদনের নতুন কেন্দ্র লুইজ ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক। একমাত্র পৌর পার্কটি পরিত্যক্ত হওয়ায় এখন বেশ জনপ্রিয় এই পার্ক। ২০১৬ সালে শহরের বেলটিয়ায় ৩০ একর জমির ওপর পার্কটি নির্মাণ করনে ব্যবসায়ী আতিকুর রহমান লুইজ।

পড়ন্ত বিকেলে দর্শনার্থীদের পদচারণায় মুখর লুইজ ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক।  নাগরদোলা, রোলার কোস্টার, ঘোড়া শিশুদের যেমন আনন্দ দিচ্ছে, তেমনি সবুজ ঘেরা লেকের স্বচ্ছ পানিতে বোট চালিয়ে উল্লসিত বয়ষ্করাও।

শহরের বেলঁিটয়ায় প্রায় ৩০ একর জমিতে ২০১৩ সালে রিসোর্ট তৈরির কাজ শুরু করেন স্থানীয় ব্যবসায়ী আতিকুর রহমান লুইজ। ২০১৬ সালে এটি সবার জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকেই পার্কটি জনপ্রিয় হয়ে উঠে দর্শনার্থীদের কাছে।

একমাত্র পৌরপার্কটি পরিত্যাক্ত থাকায় শহরে বিনোদনের তেমন কোন ব্যবস্থা ছিল না। শহরবাসীকে বিনোদন দিতেই রিসোর্ট তৈরির উদ্যোগ নেন এই ব্যবসায়ী।

ভবিষ্যতে পার্কটির পরিসর বাড়িয়ে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানালেন আতিকুর রহমান।