ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

পদ্মার পানি বাড়ছে দ্রুত গতিতে, আতঙ্কে রয়েছে পদ্মাপাড়ের মানুষ

প্রকাশিত : ০২:০০ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০২:০২ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার

ভারত ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেয়ায় পদ্মার পানি বাড়ছে দ্রুত গতিতে। রাজশাহীতে বিপদসীমার কাছাকাছি পদ্মার পানি। এভাবে পানি বাড়তে থাকায় আতঙ্কে রয়েছে পদ্মাপাড়ের মানুষ। শিগগিরই পানি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। রাজশাহীতে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি। গোদাগাড়ী থেকে বাঘা পর্যন্ত পদ্মা নদীর উভয় পাশ এবং চরাঞ্চলে পানি ঢুকেছে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। একইসাথে চর খিদিরপুর ও নবগঙ্গা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। পদ্মার পানি শিগগিরই বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় নাটোরের লালপুরে পদ্মা তীরবর্তী চার ইউনিয়নের প্রায় সবগুলো গ্রাম প্লাবিত হয়েছে। এভাবে পানি বাড়ায় আতঙ্কিত নদী তীরবর্তী মানুষ। কুষ্টিয়ায়ও নদ-নদীর পানি বিপদসীমার কাছাকাছি। আকস্মিক পানি বৃদ্ধিতে দৌলতপুর উপজেলার দুটি ইউনিয়নের ৩৫টি এবং ভোড়ামারা উপজেলার ২টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৬০ হাজার মানুষ। তলিয়ে গেছে ধানসহ কয়েক হাজার হেক্টর জমির ফসল। শরীয়তপুরে জাজিরার কুন্ডেচর ও খেজুরতলা বাজার এলাকায় শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। প্লাবিত হয়েছে নড়িয়া উপজেলার নিম্নাঞ্চল।