ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫,   পৌষ ২৮ ১৪৩১

বাংলাদেশে হুয়াওয়ে ডিভাইসের নতুন কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং

প্রকাশিত : ১০:৩১ পিএম, ১০ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ১২:১১ এএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

বাংলাদেশে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসাবে দায়িত্ব নিয়েছেন কেলভিন ইয়াং। বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কেলভিন ঢাকা থেকে হুয়াওয়ে বিজনেস গ্রুপের বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং কৌশলগত পরিকল্পনা প্রদান করবেন।

বাংলাদেশে দায়িত্ব নেওয়ার আগে আগে কেলভিন তিউনিসিয়ায় হুয়াওয়ের ডিভাইসের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১০ সালে প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার পর তিনি তিউনিসিয়া এবং চীনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন চিনের হুনান বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্র।

বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে হুয়াওয়ের এগিয়ে যাওয়ার এ সময়ে কেলভিনের দায়িত্বগ্রহণ প্রতিষ্ঠানটির ব্যবসাকে আরো সমৃদ্ধ করবে বলে আশা প্রকাশ করে হুয়াওয়ে।

//এস এইচ এস//