ফ্লোরিডায় আঘাত হেনেছে হারিকেন ‘মাইকেল’
প্রকাশিত : ০৯:২৭ এএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন মাইকেল। দেশটির হারিকেন সেন্টার বলছে, এ সময় বাতাসের গতিবেগ ছিলো ঘণ্টায় ১৫৫ মাইল।
এরইমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে উপকূলবর্তী মারিয়ানা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে আছেন শহরের প্রায় ৭৮ হাজার বাসিন্দা।
ফ্লোরিডার গভর্নর বলেছেন, গত ১শ’ বছরের চেয়ে ভয়াবহ হারিকেন হচ্ছে ‘মাইকেল’। সতর্কতা জারি করা হয়েছে প্যানহ্যান্ডল ও বিগবেন্ড এলাকা, আলাবামার দক্ষিণ-পূর্বাঞ্চল এবং জর্জিয়ায়। প্যানহ্যান্ডলের ৬টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
এরইমধ্যে শুরু হয়েছে ভারি বৃষ্টি। ভূমিধ্বস ও সাময়িক বন্যারও আশংকা রয়েছে।
সূত্র : বিবিসি
এসএ/