ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

পর্তুগিজ ফুটবলার অ্যান্ডারসন লুইজ ডি সুজার জন্মদিন আজ

প্রকাশিত : ০৫:২৮ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৫:২৮ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার

অ্যান্ডারসন লুইজ ডি সুজা সাবেক পর্তুগিজ ফুটবলার। ব্রাজিলে জন্ম হলেও খেলতে পর্তুগালের জাতীয় দলে। ১৯৭৭ সালে আজকের এই দিনে ব্রাজিলের কাম্পো শহরে জন্মগ্রহন করেন তিনি। পর্তুগালের সাবেক মিডফিল্ডার অ্যান্ডারসন লুইজ ডি সুজা। দর্শক ও সহকর্মীরা ভালোবেসে ডিকো নামেই ডাকেন তাকে। খুব কম সময়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন হাজারো দর্শকের মন। ১৯৯৫ সালে প্রথম নাসিওনাল ক্লাবের হয়ে পেশাদার খেলা শুরু করেন তিনি। যুব ক্যারিয়ারে নাসিওনাল ক্লাবে এক মৌসুম খেলে চলে যান করিন্থীয় ক্লাবে। এই ক্লাবে ভালো খেলায় সুযোগ পেয়েছেন বয়ষভিত্তিক দলেও। এরপর খেলেন খেলেন সিএসএ ও বেনফিকা ক্লাবে। আর বেনফিকার হয়ে মাঝে ধারে খেলেন আলভেরকা। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ১৯৯৯ সালে যোগদেন পোর্তো ক্লাবে। আর এই ক্লাবে ২০০৪ সাল পর্যন্ত ১৫৪টি ম্যাচ খেলে গোল করেছেন ৩২টি। ২০০৪ সালে নতুন করে মাঠে নামেন বার্সেলোনার জার্সিতে। এই ক্লাবে চার মৌসুম খেলে নতুন করে চুক্তিবদ্ধ হন চেলসি ক্লাবে। আর ২০১৩ সালে ফ্লুমিনেন্স ক্লাবের হয়েই অবসরে যান তিনি। ডিকোর খেলা শুধু ক্লাব পর্যায়েই সীমাবদ্ধ ছিল না, খেলেছেন জাতীয় পর্যায়েও। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত খেলেন পর্তুগালের জাতীয় দলে। জাতীয় দলে জার্সিতে ৭ মৌসুমে ম্যাচ খেলেছেন ৭৫টি।