ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

সাম্রাজ্যবাদ ও মৌলবাদের বিরুদ্ধে যুব সমাজকে সোচ্চার হওয়ার পরামর্শ

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৩৮ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার

সাম্রাজ্যবাদ ও মৌলবাদের বিরুদ্ধে যুব সমাজকে সোচ্চার হওয়ার পরামর্শ দিয়েছে নাগরিক সমাজ। জঙ্গিবাদ রুখতে শিশু কিশোরদের বাংলার সংস্কৃতি, দেশীয় ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ করার পরামর্শ দিয়েছেন তারা। সাম্প্রতিক জঙ্গী তৎপরতাকে উদ্বেগজনক বলে মনে করছে নাগরিক সমাজ। এশিয়াটিক সোসাইটি অডিটোরিয়ামে বাংলাদেশ যুব ইউনিউনের জঙ্গিবাদ বিরোধী কনভেনশনে দেশীয় সংস্কৃতি চর্চার ওপর গুরুত্ব দেন তারা। সব ধর্মের শান্তির বাণী পাঠ্যপুস্তকে সন্নিবেশিত করে শিশু-কিশোরদের নৈতিকতা গড়ার পরামর্শ দেন আলোচকরা। তারা বলেন, পঁচাত্তর পরবর্তী শাসকগোষ্ঠির প্রত্যক্ষ মদদে মৌলবাদের ডালপালা ছড়িয়েছে। জঙ্গিবাদ রুখতে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসারও পরামর্শ দেন আলোচকরা। এদিকে, জঙ্গীবাদবিরোধী আরেক অনুষ্ঠানে মাদ্রাসাশিক্ষার পাঠ্যসূচিতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংযুক্ত করার পরামর্শ দিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান।