ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

প্রভার ‘কেউতো ছিল’

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:৫৮ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

বিভিন্ন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সাদিয়া জাহান প্রভা।  সম্প্রতি কাজ করেছেন ‘কেউতো ছিল’ শিরোনামের একটি নাটকে। শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচারিত হবে প্রভা অভিনীত নাটকটি।

মানস পালের রচনায় রবিউল ইসলাম প্রধান পরিচালিত নাটকটিতে নওমি চরিত্রে অভিনয় করেছেন প্রভা। তার বিপরীতে রয়েছেন আনিসুর রহমান মিলন। এছাড়া আরও অভিনয় করেছেন টুটুল চৌধুরী, দীপক কর্মকার, শেলী আহসান প্রমুখ।

এই নাটকটিতে নওমির জীবনের সবকিছু উলটপালট হয়ে যায়। শুরু হয় তার সংগ্রামী জীবন।

প্রভা বলেন, ‘কেউতো ছিল’ নাটকের গল্পে একটা মেয়ের জীবনের জার্নি রয়েছে। আর এ গল্পটা আমার ভালো লেগেছে। দর্শক নাটকটি ভালোভাবেই গ্রহণ করবেন বলে আশা করছি।

নাটকটিতে দেখা যাবে, নওমি লেখাপড়া শেষ করে চাকরি করে। আর এর মধ্যে বিদেশে একটা স্কলারশিপ পায় রক্তিম। এর মধ্যে রক্তিমের পরিচিত একটা কাজি অফিসে তাদের বিয়ে হয়। তার পরদিন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় রক্তিম। কিছুদিন পর নওমি জানতে পারে সে প্রেগন্যান্ট। তার অনাগত সন্তানকে নষ্ট করতে চায় তার পরিবার। অন্যদিকে, রক্তিমের পরিবার এই সন্তানকে স্বীকার করতে চায় না। এর পর ঘটনা মোড় নেয় ভিন্নদিকে। এগিয়ে চলে নাটকের গল্প।

একে//