ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

যুদ্ধাপরাধীর বিচার বানচাল করতে ট্রাইব্যুনাল সরিয়ে নেয়ার ষড়যন্ত্র

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৩০ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার

যুদ্ধাপরাধীর বিচার বানচাল করতে ট্রাইব্যুনাল সরিয়ে নেয়ার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির। শনিবার সকালে রাজধানীর মুক্তিযুদ্ধ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্র্যাইব্যুনাল গঠনের শুরু থেকেই প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। বিচারকদের এজলাসে যথেষ্ট জায়গা থাকা সত্তেও ট্রাইব্যুনাল সরিয়ে নেয়া অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি । সংবাদ সম্মেলন থেকে সব য্ধুসঢ়;দ্ধাপরাধীর বিচার শেষ করে ন্যুরেম বার্গ ট্রায়ালের মতন আর্কাইভ আকারে রাখার দাবি জানানো হয়।