নড়াইলের দুপক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২৫
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার
নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের তারাশি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, তারাশি গ্রামের সরোয়ার মোল্যা ও বরকত বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে সরোয়ার পক্ষের এক সমর্থককে প্রতিপক্ষ বরকত বিশ্বাসের লোকজন মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই পক্ষ ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত রুবিয়া বেগম, জান্নাতি বেগম, তারিকুল ইসলাম, আলী আহম্মেদ, এরশাদ মোল্যা, রজিবুল, মুনসুর মোল্যা, মিঠু মোল্যা, মঞ্জুর মোল্যা, রবিউল মোল্যা, তৌহিদুর, নূর ইসলাম, নিশান, ফিরোজ ও মিশালসহ আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসএইচ/