ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

ক্যাম্পাস পরিষ্কার করলো জাবি ছাত্রলীগ

জাবি সংবাদদাতা

প্রকাশিত : ০৬:২১ পিএম, ১১ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

‘আমাদের বিশ্ববিদ্যালয় আমরাই পরিচ্ছন্ন রাখবো’ স্লোগানকে ধারন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান’ কর্মসূচি পালন করেছে জাবি শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল ইসলাম। পরে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিষ্কার করেন।

উদ্বোধনকালে উপ-উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এ ক্যাম্পাসে অনেক পরীক্ষার্থী, ‘অভিভাবকের আগমন ঘটেছে। যার কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনার স্তূপ হয়। আর এসব ময়লা দূরীকরণে এ সবুজ ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে ছাত্রলীগ যে উদ্যোগ নিয়েছে তা দেখে আমি সত্যিই আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও জাবি শাখা ছাত্রলীগ ভর্তি পরীক্ষা চলাকালে যেসব সেবামূলক কাজ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এসব উদ্যোগ ছাত্রলীগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’

শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফি বলেন, ‘ভালো কাজে সর্বদা এগিয়ে থাকাই ছাত্রলীগের ইতিহাস। ভর্তি পরীক্ষায় জাবি ছাত্রলীগ যে সকল ভালো কাজ করেছে তার ধারাবাহিকতা বজায় থাকুক।’ এছাড়াও গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারাবাহিকতা রক্ষার্থে জাবি ছাত্রলীগকে বেশি বেশি ভালো কাজ করার আহ্বানও জানান তিনি।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক মো. খালিদ কুদ্দুস, প্রক্টর সিকদার মো. জুলকারনাইন, সহকারী অধ্যাপক আ. স. ম. ফিরোজ-উল-হাসান প্রমুখ।

উদ্বোধন শেষে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে শহীদ মিনার চত্বর থেকে টিএসসি, লাইব্রেরি, মুরাদ চত্বর হয়ে ট্রান্সপোর্ট, বটতলাসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থান পরিস্কার করে। এতে শাখা ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।

এসএইচ/