আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৫:৫৪ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানির অভিযোগ এনেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংবাদ সম্মেলনে হারুনুর রশীদকে আওয়ামী লীগ ও নারায়ণহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে বহিষ্কার ও গ্রেফতারের দাবি জানানো হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, হারুনুর রশিদ নারায়নহাট ইউনিয়নে হিন্দুদের ধর্মান্তরিত করে মুসলিম বানানোর আহ্বান জানিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত অভিযোগ করেন, হারুনুর রশিদের মতো আওয়ামী লীগ নেতারা তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ ছড়াচ্ছে।
হারুনুর রশীদকে ৭২ ঘণ্টার মধ্যে দলের সব পদ-পদবীসহ ইউপি চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে গ্রেফতার করার দাবি জানানো হয়।
চট্টগ্রাম নগরী থেকে ৪০ কিলোমিটার দূরে ফটিকছড়িতে এ বিষয়ে টেলিফোনে অভিযুক্ত হারুনুর রশিদের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন। বলেন তার বক্তব্য খন্ডিতভাবে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।