ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৪ ১৪৩১

অপারেশন হিট স্ট্রংয়ে গুলশান হামলার মূলহোতা তামিম চৌধুরীসহ ৩ জঙ্গি নিহত

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৫৫ পিএম, ২৭ আগস্ট ২০১৬ শনিবার

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অপারেশন হিট স্ট্রংয়ে গুলশান হামলার মূলহোতা তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়েছে। ভোরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর এক ঘন্টার অভিযান শেষে জঙ্গি আস্তানা থেকে অস্ত্র ও তিনটি গ্রেনেড উদ্ধার হয়েছে। অভিযান শুরুর আগে জঙ্গিদের আত্মসমর্পন করতে বলা হয়েছিলো। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পালিয়ে থাকা অন্য জঙ্গিদেরও ধরা হবে। সকালে পাইকপাড়া বড় কবরস্থানের কাছে নুরুদ্দিন দেওয়ানের তিন তলা এই ভবনটি ঘিরে ফেলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। তাদের সঙ্গে যোগ দেয় সোয়াত। তাদের কাছে তথ্য ছিলো ওই বাড়িতেই নাশকতার পরিকল্পনা করছে জঙ্গিরা। পুলিশ আত্মসমর্পন করতে বললেও পুলিশের ওপর গ্রেনেড ও গুলি ছোড়ে জঙ্গিরা। এরপরই অভিযানে নামে আইন শৃঙ্খলাবাহিনী। এক ঘন্টায় শেষ হয় অপারেশন হিট স্ট্রং টুয়েন্টি সেভেন। অভিযানে গুলশান হামলার মূল হোতা, নব্য জেএমবির প্রধান তামিম চৌধুরী ও আরো দুই জঙ্গি নিহত হয় বলে নিশ্চিত করে পুলিশ। অভিযান শেষে জঙ্গিদের আস্তানা থেকে একটি একে ২২ রাইফেল, একটি পিস্তল ও তিনটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাকি জঙ্গিদেরও ধরা হবে। গত জুলাইয়ে নূরুদ্দিনের বাড়ির তিনতলা ভাড়া নেয় জঙ্গিরা। গুলশান হামলার মূল হোতা তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলো পুলিশ।