ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

স্মার্ট ঘড়িতে খাশোগির ‘নিখোঁজ’ রহস্যের রেকর্ডিং

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ১৩ অক্টোবর ২০১৮ শনিবার

সৌদি সাংবাদিক জামাল খাশোগির স্মার্ট গড়িই তাঁর নিখোঁজ রহস্যের পথ দেখাবে বলে মনে করছে তুরস্কের তদন্তকারী দল। তারা বলছে, তুরস্কের সৌদি কনস্যুলেটে খাশোগির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার অডিও রেকর্ড করেছে তারই স্মার্ট গড়ি। এর মাধ্যমে ঘটনার খুবই কাছে যাওয়া যাবে।  

এর আগে তুরস্কের সৌদি কনসুলেটেই যে সাংবাদিক খাশোগীকে হত্যা করা হয়েছে সেটি প্রমাণের অডিও থাকার কথা জানায় তারা। কিন্তু কোথা থেকে ওই অডিও তারা পেয়েছিল তা জানানো হয়নি। আজ তা প্রকাশের মাধ্যমে খাসোগি হত্যার বিষয়টি আরো পরিস্কার হলো।

তারা দাবি করেন, গত ২ অক্টোবর সাংবাদিক খাশোগীকে তুরস্কের সৌদি কনসুলেটেই হত্যা করা হয়েছে। সূত্রটি বলছে তাদের কাছে যে অডিও রয়েছে তা অত্যন্ত ভয়াবহ। কনসুলেটের ভেতরে জামাল খাশোগীর সঙ্গে মূলত কি ঘটেছিল তা ওই অডিও রেকর্ডিং-এ রয়েছে।

তারা বলছে, অডিওতে আরবি ভাষার কথা শোনা যাবে। এটিও শোনা যাবে যে, খাশোগীকে কিভাবে প্রশ্ন করা হয়েছে, কিভাবে তার ওপর অত্যাচার করা হয়েছে এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে?

গ্লোবাল সিকিউরিটি গ্রুপের সিইও ডেভিড ক্যাটজ ওয়াশিংটন পোস্টের বরাতে আল জাজিরাকে বলেন, তুরস্কের কাছে হয়ত খাশোগীকে হত্যার অডিও রেকর্ডিং থাকতে পারে।

তথ্যসূত্র:  আল-জাজিরা

এমএইচ/