আইনস্টাইনই ঠিক ছিলেন প্রমাণিত হলো ১শ বছর পর
প্রকাশিত : ১১:২৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার | আপডেট: ০১:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬ শুক্রবার
একশ বছর পর প্রমাণিত হলো বিজ্ঞানী আইনস্টাইনই ঠিক ছিলেন। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ধরা পড়ল তার সাধারণ আপেক্ষিত তত্ত্বে দেয়া মহাকর্ষীয় তরঙ্গ। লাইগো ডিটেক্টরের মাধ্যমে এই তরঙ্গ খুঁজে পান বিজ্ঞানীরা। আর এর মাধ্যমে বিজ্ঞানের জগতে উন্মোচিত হলো নতুন দ্বার।
মহাকর্ষীয় তরঙ্গ। অবশেষে দেখা মিলল রহস্যময় এই তরঙ্গের। একশ বছর পর সত্য প্রমাণিত বিজ্ঞানী আইনস্টাইনের পূর্বাভাস। প্রমান মিললো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিক তত্ত্বের। উন্মুক্ত হলো মহাবিশ্বকে দেখার নতুন পথ।
গুঞ্জন চলছিল কয়েকমাস ধরে, লেসার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি-লাইগো ডিটেক্টরে ধরা পড়েছে মহাকর্ষীয় তরঙ্গ। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন মার্কিন বিজ্ঞানীরা।
ঘটনাটি ঘটে পৃথিবী থেকে ১শ’ ৩০ কোটি আলোকবর্ষ দূরে। আলোর খুব কাছাকাছি বেগে ঘুরছিল দুই বিশাল মাপের ব্ল্যাক হোল। একটি সুর্যের চেয়ে ২৯ গুণ আর অপরটি ৩৬ গুণ বড়। এক পর্যায়ে মিশে যায় তারা। তৈরি হয় নতুন ব্ল্যাক হোল। আইনস্টাইনের সূত্র প্রমাণ করে স্থান-কালকে বাঁকিয়ে দিয়ে বের হয়ে আসে মহাকর্ষীয় তরঙ্গ।
কয়েক দশক ধরে এই তরঙ্গে পেছনে ছুটছিলেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের হ্যানফোর্ড ও লিভিংস্টোনে লাইগো যন্ত্রের মাধ্যমে শুরু হয় নজরদারি। আইনস্টাইন ও নিউটন তত্ত্বের মধ্যে কোনটা ঠিক তা নির্ধারণ করতে এর অস্তিত্ব পাওয়া বড় ঘটনা।
হিগস-বোসন কনা আবিস্কারের পর মহাকর্ষীয় তরঙ্গের সন্ধান পাওয়া বিজ্ঞানের জগতে বড় ধরনের ঘটনা। তাই এবার নোবেল পদকটা ওই ঘরেই যাচ্ছে এমন আভাস দিয়েছেন বিজ্ঞানীরা।