ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

তিতলির প্রভাবে কুয়াকাটায় কমেছে পর্যটক(ভিডিও)

প্রকাশিত : ১০:২০ এএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০১:২৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার

ঘুর্ণিঝড় তিতলীর প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকতে কমেছে পর্যটক। থমকে  আছে পর্যটন নির্ভর সকল ব্যবসা-বাণিজ্য। পর্যটন শিল্প বিকাশে টেকসই উন্নয়নের কথা বলছেন সংশ্লিষ্টরা।

একই স্থানে দাড়িয়ে সূর্যোদয়-সূর্যাস্তের মত বিরল দৃশ্য উপভোগ করার একমাত্র নয়নাভিরাম লীলাভূমি এই সমূদ্র সৈকতটি।

সুবিশাল এই সৈকত যেন বারাবার হাতছানি দেয় দেশ-বিদেশীপর্যটকদের। কিন্তু এখন প্রাকৃতিক বিরূপ আচারণে পর্যটক নেই বললেই চলে।

গত ৪দিনে তিতলীর প্রভাবে পটুয়াখালীসহ সমগ্র দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়য়ার কারনে হোটেল-মোটেল ব্যবসার ধসের কথা জানালেন সংশ্লিষ্টরা।

দুর্যোগকালীন সময়ে পর্যটকদের জন্য আশ্রয় কেন্দ্রের প্রয়োজনীয়তার কথা বললেন স্থানীয় জনপ্রতিনিধি। পর্যটনকদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে কর্যকরী ব্যবস্থা নেবে সরকার এমনটাই প্রত্যাশা সবার।