ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১২ ১৪৩১

বিদেশগামীদের মৌসুমীর বার্তা

প্রকাশিত : ১০:৩৩ এএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার

সামাজিক সচেতনতা সৃষ্টিতে নিজের নাম লেখালেন চিত্রনায়িকা মৌসুমী। অভিবাসন ও কর্মসংস্থান আইনবিষয়ক ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) ‘জেনে মেনে বিদেশ যাই’ শীর্ষক প্রচারের কাজে অংশ নিয়েছেন তিনি।
সম্প্রতি মৌসুমী নাট্যনির্মাতা রহমতুল্লাহ তুহিন এর নির্দেশনায় ৪০ মিনিটের একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘বিদেশ বাবু’। যদিও নাটকটির শেষ অংশে মৌসুমীকে দেখতে পারবে দর্শক। এতে তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- সাব্বির আহমেদ, ফারজানা রিক্তা ও নীলভ। এটি রচনা করেছেন অয়ন চৌধুরী।
এ বিষয়ে মৌসুমী বলেন, ‘এটা তো আসলে সামাজিক সচেতনতা সৃষ্টির একটি কাজ। আমাদের দেশের অনেকেই না জেনে দেশের বাইরে যাওয়ার নানা নিয়মকানুন সম্পর্কে অবহিত না। তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমার এ কাজটি করা।’
জানা যায়, নাটকটি আগামী মাস থেকেই বিভিন্ন টিভি চ্যানেলে দেখতে পাবেন দর্শকরা।
এসএ/