রাজশাহীতে জমে উঠেছে পশুরহাট
প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ২৮ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ২৮ আগস্ট ২০১৬ রবিবার
কোরবানি ঈদকে সামনে রেখে রাজশাহীতে জমে উঠেছে পশুরহাট। এবার দেশি গরুর চাহিদাই বেশি। তবে বাড়ছে ভারতীয় গরুর আমদানীও। বিজিবি বলছে, সীমান্ত হত্যা বন্ধ আর দেশের গবাদী পশুর খামার রক্ষায় ভারত থেকে গরু আমদানী সহনীয় রাখা হচ্ছে।
রাজশাহী সিটি হাট। কোরবানী ঈদ সামনে রেখে জমে উঠেছে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই পশুরহাট। দেশী গরুর পাশাপাশি হাটে আসছে ভারত থেকে আমাদানি করা গরুও।
দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররাও আসছেন। এবারের কোরবানি ঈদে বিক্রির জন্যে প্রায় ৫০ হাজার দেশী গরু পালন করেছেন খামারীরা। ভালো দাম পাচ্ছেন তারা।
দেশের খামারীদের স্বার্থ রক্ষায় ভারতীয় গরু আমদানি সীমিত রাখার কথা জানায় বিজিবি।
এদিকে গেলো জুলাই মাসে রাজশাহী অঞ্চলের ৯টি করিডোরে ৪০ হাজার ৮৬৫টি গবাদি পশু ছাড়পত্র নিলেও এর মধ্যে কতগুলো ভারতীয় গরু-মহিষ তা নির্দিস্ট করে জানাতে পারেননি কাস্টমস বিভাগ।