ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

‘মি টু’ বিতর্ক

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে মুখ খুললেন ইমরান হাসমি

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার

তিনি সিরিয়াল কিসার। পর্দায় তার ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কম কথা হয়নি। তবে তার বক্তব্য ছিল- ‌চুমুর দৃশ্যে অভিনয় করতে তার মতো নাকি কেউ পারেন না। তিনি বলিউড অভিনেতা ইমরান হাসমি। এ বার ‌‘# মি টু’ বিতর্কে মুখ খুললেন তিনি।

শুধু তাই নয়, নিজের প্রযোজনা সংস্থা ইমরান হাসমি ফিল্মসে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে কঠোর নির্দেশিকা থাকার কথাও জানান ইমরান। কাজের জায়গায় কোনও রকম অশালীন আচরণ তার সংস্থা বরদাস্ত করবে না। এমনকি কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে যে আইন রয়েছে, তার সংস্থা তা মেনে চলবে, এমনটাও জানান তিনি।
সম্প্রতি অভিনেত্রী তনুশ্রী দত্ত অভিনেতা নানা পাটেকর ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। ‘মি টু’ নিয়ে ইতিমধ্যেই সরগরম বলিউড। একের পর এক অভিযোগ আসছে পরিচালক, প্রযোজক, গায়ক কিংবা নায়কের বিরুদ্ধে।
উল্লেখ্য, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘চকোলেট’ সিনেমাতে তনুশ্রীর সহ-অভিনেতা ছিলেন ইমরান। এ ছাড়াও ‘আশিক বানায় আপনে’ সিনেমাতে দু’জনে এক সঙ্গে কাজ করেছেন। সিনেমাতে ছিল বেশ কিছু বোল্ড দৃশ্য।
পর্দায় বোল্ড অভিনয় প্রসঙ্গে ইমরান বলেন, ‘চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় থাকলে পরিচালক ও অভিনেত্রীর সঙ্গে কথা বলেই তার সিদ্ধান্ত নেওয়া হয়। কারও আপত্তি থাকলে তা বাদ দিয়ে দেওয়াও হয়।’
ইমরান আরও বলেন, ‘শুধুমাত্র চুম্বন দৃশ্য বা ঘনিষ্ঠ দৃশ্যও নয়, অনেক জায়গায় সহ-অভিনেতা বা অভিনেত্রী না চাইলে, ডান্স ফর্মও বদলানো হয়ে থাকে।’
তার কথায়, ‘পুরুষদের আরও অনেক বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন। নারীদের জন্য প্ল্যাটফর্মটা শক্তিশালী হওয়া প্রয়োজন। পরস্পরকে পাশাপাশি থেকে কাজ করতে হবে, পরস্পরের সম্মতিতেই।’

সূত্র : আনন্দবাজার
এসএ/