ডনের নাম ভাঙিয়ে মরিয়ম নওয়াজের অন্ত:স্বত্ত্বা হওয়ার মিথ্যা প্রচার
প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার
পাকিস্তানের বিখ্যাত সংবাদপত্র ডনের নাম ভাঙ্গিয়ে একটি চক্র পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম নওয়াজের অন্ত:স্বত্ত্বা হওয়ার একটি ভুয়া সংবাদ প্রচার করেছে।
শনিবার এই সংক্রান্ত একটি ভুয়া স্ক্রিণশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই সংবাদে তাদের কাছে মরিয়ম নওয়াজের অন্ত:স্বত্ত্বা হওয়ার মেডিকেল রিপোর্ট আছে বলেও দাবি করা হয়।
পরে ডন নিউজের পক্ষ থেকে এটিকে ভুয়া সংবাদ বলে আখ্যায়িত করা হয়।
প্রমাণ হিসেবে তারা বলেন, ভুয়া সংবাদের হেডলাইনের সঙ্গে ডনের হেডলাইনের পদ্ধতিগত কোনো মিল নেই।
ডন বলছে, ডনের প্ল্যাট ফর্ম ব্যবহার করে ভুয়া সংবাদ প্রচার এটিই প্রথম নয়। এর আগেও ডনের নাম ভাঙ্গিয়ে ফায়দা লুটতে চেয়েছিল দুষ্কৃতিকারীরা।
জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ডন সাইবার হামলার শিকার হয়েছিল। কিন্তু তাদের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।
ডনের এক বিবৃতে বলা হয় যে, যে দুষ্কৃতিকারীরা ডনের নাম ভাঙ্গিয়ে ফায়দা লুটতে চায়। পাশাপাশি ডনের যে খ্যাতি রয়েছে তা ধ্বংশ করে দিতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এজন্য ডন তাদের পাঠকদের শতর্ক থাকার আহ্বান জানান এবং এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সজাগ থাকার কথা বলেন।
তথ্যসূত্র: ডন
এমএইচ/