ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

তুরস্ক সেনাবাহিনী ও কুর্দী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ, ১ তুর্কী সেনা নিহত ও ৩ জন আহত

প্রকাশিত : ০১:১১ পিএম, ২৮ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ০১:১১ পিএম, ২৮ আগস্ট ২০১৬ রবিবার

সিরিয় সীমান্তবর্তী শহর জারাব্লাসে তুরস্ক সেনাবাহিনী ও কুর্দী বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। কুর্দীদের ছোড়া গোলার আঘাতে ১ তুর্কী সেনা নিহত ও ৩ জন আহত হয়েছে। সীমান্ত এলাকা নিরাপদ করতে বুধবার আইএস ও কুর্দি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে নামে তুর্কি সেনারা। অভিযানে সহায়তা করছে মার্কিন যুদ্ধবিমান। সীমান্ত পার হয়ে ট্যাংক নিয়ে সিরিয়ার জারাব্লাসে ঢুকে পড়ে সেনারা। অভিযানের এক পর্যায়ে তাদের ওপর গোলা বর্ষণ করে কুর্দি বিদ্রোহীরা। এতে এক সেনা নিহত হয়, আহত হয় আরো তিন সেনা সদস্য। তবে এই অভিযানে আইএস জঙ্গি ও বিদ্রোহীরা হতাহত হয়েছে কি-না তা স্পষ্ট নয়।