ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

সরে দাঁড়ালেন নানা পাটেকার

প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১৪ অক্টোবর ২০১৮ রবিবার

নানা পাটেকরের বিরুদ্ধে ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ফিল্ম সেটে যৌন হেনস্থার অভিযোগ আনেন প্রাক্তন মিস ইন্ডিয়া শুভশ্রী দত্ত। একই সঙ্গে অভিযোগে উঠে আসে কোরিওগ্রাফার গণেশ আচারিয়া, পরিচালক রাকেশ সারাং ও প্রযোজক সামি সিদ্দিকির নাম। আর এ ঘটনার পর থেকে তনুশ্রীর পাশে দাঁড়িয়েছেন অনেক তারকা। তবে পুরো ঘটনাকে মিথ্যা বলে দাবি করেন নানা। তিনি বলেন, ‘মিথ্যা মিথ্যাই থাকবে।’ এদিকে তনুশ্রী নানার নার্কো টেস্টের দাবি করেছেন।

তবে নতুন খবর হচ্ছে- অবশেষে ‘হাউজফুল ৪’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন নানা পাটেকার। নানা পাটেকারের ছেলে, মালহার জানিয়েছেন, ‘সকলের যাতে সুবিধা হয় তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রযোজক এবং পুরো কাস্ট অ্যান্ড ক্রিউকে শুভেচ্ছা জানিয়ে সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এই মুহূর্তে এটাই সঠিক পথ।’

সম্প্রতি তনুশ্রীকে ‘#মি টু’ মুভমেন্টের বিষয় প্রশ্ন করা হলে তিনি ২০০৮ সালের ঘটনা উল্লেখ করে বলেন, ‘আমার সঙ্গে ২০০৮ সালে যে ঘটনাটি ঘটানো হয়েছে তার সঠিক পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ভারতে কিংবা বলিউডে ‘#মি টু’ মুভমেন্ট শুরু হবে না।’

তার এই মন্তব্যের পরই ঝড় ওঠে। একদল সমর্থন করছেন তনুশ্রীকে, আরেকদল নানা পাটেকারকে। এরই মাঝে কয়েকজন নিরপেক্ষও রয়েছেন। তাদের কথায় যতক্ষণ না ঘটনার সত্যতা যাচাই হচ্ছে ততদিন কোনও মন্তব্য করা ঠিক হবে না।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/