ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪জন হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

প্রকাশিত : ০২:৪৯ পিএম, ২৮ আগস্ট ২০১৬ রবিবার | আপডেট: ০২:৪৯ পিএম, ২৮ আগস্ট ২০১৬ রবিবার

রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চারজন হত্যা মামলার প্রধান আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বছরের ১৩ আগস্ট মধ্য বাড্ডায় খুন হন স্থানীয় আওয়ামী লীগ নেতা শামসু মোল্লা, একটি বেসকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ আহমেদ মানিক, মাহবুবুর রহমান গামা ও আব্দুস সালামকে গুলি করে হত্যা করা হয় গত বছরের ১৩ আগস্ট। এই হত্যা মামলার প্রধান আসামি জুনায়েদ হোসেন জুয়েলসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয় শনিবার। এ সময় তাদের কাছ থেকে দু’টি পিস্তল ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঘটনার নিহতরা মধ্য বাড্ডার আদর্শনগর পানির পাম্পের কাছে আড্ডা দিচ্ছিলেন। পূর্ব শত্রুতার জের ধরে এলোপাতারি গুলি করে হত্যা করা হয় তাদের।