ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

খাশোগি নিখোঁজ

সৌদি আরবের শেয়ার বাজারে ধস

প্রকাশিত : ০৯:১০ এএম, ১৫ অক্টোবর ২০১৮ সোমবার

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসনে থাকা সৌদি সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড ও বিদেশী চাপের ঘটনায় দেশটির শেয়ার বাজারে বড় রকমের দরপতন ঘটেছে।

রোববার দিনের শুরুতেই সৌদি স্টক মার্কেটে শতকরা সাত ভাগ দরপতন হয়। এটি ছিল ২০১৪ সালের পর প্রথম বড় ধরনের দরপতনের ঘটনা।

এটা হতে পারে সৌদি আরবের জন্য অর্থনৈতিক সংকটের শুরু; আজ হোক কাল হোক এ ঘটনা সৌদি আরবের ওপর মারাত্মক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা।

দুদিন সাপ্তাহিক বন্ধের পর স্টক মার্কেট খোলার পর লেনদেন শুরুর প্রথমেই তাদাউল আল-শেয়ারস ইনডেক্সে ৫০০ পয়েন্টের পতন ঘটে যা ছিল গত দশ মাসের মধ্যে সর্বনিম্ন।

তালিকাভুক্ত প্রায় সব শেয়ারের দাম কমে যায় এবং মার্কেটের ১৫টি খাতের প্রায় সবগুলোতেই দাম কমার লাল চিহ্ন দেখা যায়। সৌদি স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর দুই ঘণ্টার মধ্যে প্রায় পাঁচ হাজার কোটি ডলার তহবিল হারায় যার পুঁজি বর্তমানে ৪৫ হাজার কোটি ডলার দাঁড়িয়েছে। 

সূত্র : পার্সটুডে

এমএইচ/